Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

জয়পুরহাটে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৬:২৮ পিএম


জয়পুরহাটে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্যদিয়ে জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া করা হয়।

পরে বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আলোচনা সভায় জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউকের সভাপতিত্বে সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন।

এ সময় আরও বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন কৃষক দলের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!