Amar Sangbad
ঢাকা রবিবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৫,

আমতলীতে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৭:৫৯ পিএম


আমতলীতে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ

বরগুনার আমতলীতে ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তনয়ের আত্মহত্যা প্ররোচনার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ মানববন্ধনে আমতলী উপজেলার সহস্রাধিক মানুষ  অংশ নেয়।

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, নিয়াজ মোর্শেদ তয়নকে আত্মহত্যার প্ররোচনার একজন আসামি গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

ইএইচ

Link copied!