Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অভয়নগরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৮:২৫ পিএম


অভয়নগরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ

বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ ও ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার নওয়াপাড়া বাজারের যশোর-খুলনা মহাসড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নওয়াপাড়া ইনস্টিটিউট গেট থেকে শুরু করে স্টেশন বাজার এলাকা ঘুরে নুরবাগ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য দেন, অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানা।

এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া যুবদলের সদস্য সচিব আল মামুন সোহাগ, উপজেলার যুবদলের অন্যতম নেতা শহিদুল ইসলাম, ইকবাল মোল্যা, অসীম হাসান, তুহিন হোসেন, সেলিম হোসেন, আলম হোসেন, বাদল আহম্মেদ, রজিবুল ইসলাম, মোহাম্মাদ সাগর, জিহাদুল ইসলাম, মফিজুর রহমান, খায়রুল ইসলাম, মুহাম্মাদ আলম, নওয়াপাড়া পৌর যুবদলের নেতা জাহাঙ্গীর হোসেন, রুবেল হাসান, ফারুক হোসেন, রকেট রহমান, লিটন হোসেনসহ অন্যান্যরা।

ইএইচ

Link copied!