Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪,

সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সন্দ্বীপ প্রতিনিধি

সন্দ্বীপ প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৪, ০৯:১৫ পিএম


সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সন্দ্বীপকে নদীবন্দর ঘোষণা করেছে সরকার।

এর মধ্যদিয়ে এটি দেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর হিসেবে স্বীকৃতি পেলো।

সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সীমানা নির্ধারণ করে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে নৌপরিবহণ মন্ত্রণালয়।

বুধবার ওই প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সন্দ্বীপ দ্বীপের চারপাশের তীরের সাধারণ ভরাকটালের সময় সর্বোচ্চ পানি সমতল থেকে ভূ-ভাগের দিকে ৫০ মিটার পর্যন্ত এর সীমানা বিস্তৃত। সন্দ্বীপ উপকূলীয় এলাকার ওই সীমানার মধ্যে খালগুলো নদীবন্দরের সীমানার আওতাভুক্ত হবে।

সন্দ্বীপসহ বর্তমানে দেশে নদীবন্দরের সংখ্যা দাঁড়ালো  ৫৪টি। এদিকে আলাদা এক গেজেটে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষকে(বিআইডব্লিউটিএ) সন্দ্বীপ উপকূলীয় নদীবন্দরের সংরক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

ইএইচ

Link copied!