Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪,

কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

ডিসেম্বর ১২, ২০২৪, ০১:৩১ পিএম


কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে তানভীর হোসেন সিহান (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোরে উপজেলার মৌচাক এলাকায় হানিফ স্প্রিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তানভীর হোসেন সিহান দক্ষিণ মৌচাক এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে। তিনি উত্তরার একটি কারখানায় চাকরি করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা তানভীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর করে পালিয়ে যায়।

পরে মৌচাক ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৌচাক ফাঁড়ির এসআই সাইদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

বিআরইউ

Link copied!