Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ফেনী দখলের হুমকি ও ভারতীয় সম্প্রসারনবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

ডিসেম্বর ১২, ২০২৪, ০২:০১ পিএম


ফেনী দখলের হুমকি ও ভারতীয় সম্প্রসারনবাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

ভারতীয় সম্প্রসারণবাদ ও ফেনী দখলের হুমকির বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটি ফেনী জেলা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ সর্বদলীয় কমিটির আহ্বায়ক জেলা পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান এর নেতৃত্বে  জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি  প্রদান হয়।

এরপূর্বে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে  সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন মোর্শেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী  গিয়াস উদ্দিন নান্নু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম,  হেফাজতে ইসলামের ফেনী জেলার সহ সভাপতি মাওলানা  ইসমাইল হায়দার, ইসলামী আন্দোলনের ফেনী জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আব্দুর রহিম, এড. শামসুদ্দিন শামছু, এবি পার্টির কেন্দ্রীয় সদস্য  শাহ আলম বাদল, দলটির নেত্রী জাহানারা আক্তার মনি, জামায়াতের শহর আমীর ইন্জিনিয়ার নজরুল ইসলাম, শূরা সদস্য রুহুল আমীন,খেলাফত মজলিস নেতা  মাওলানা আজিজ উল্লাহ, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন ,রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহিম।

এ সময় বক্তারা বলেন,  “ভারত নিজেদের স্বার্থে ৭১ এ আমাদের সহযোগিতা করেছিল। তারা গত ৫৩ বছর আমাদের থেকে সব লুটেপুটে নিয়েছে। আমাদের নদীর পানি থেকে শুরু করে সব দখল করে নিয়েছে বিগত সরকারের মাধ্যমে। তারা এখন আমাদের হুমকি দেয়। ভারতের আগ্রাসী মনোভাবের কারণে পার্শ্ববর্তী কোন দেশের সাথে তাদের সম্পর্ক ভালো নেয়। বাংলাদেশের মানুষ আগে থেকে সচেতন।  এটা মনে করবেন না, আপনারা কিছু করবেন আর বাংলাদেশের মানুষ বসে থাকবে। ফেনী দখল হবে তো, সেভেন সিস্টার্স থাকবে না। বাংলাদেশ দখল হবে তো, ভারত থাকবে না। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। বাংলাদেশের মানুষ দেশকে আরেকটা সিকিম হতে দিবে না।”

বিআরইউ

Link copied!