Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

জয়পুরহাটে ট্রান্সফরমার চুরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট প্রতিনিধি:

ডিসেম্বর ১২, ২০২৪, ০৪:৪৫ পিএম


জয়পুরহাটে ট্রান্সফরমার চুরি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

আলু সেচ মৌসুমে জয়পুরহাটের বিভিন্ন এলাকার মাঠ থেকে চুরি হচ্ছে গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। সম্প্রতি আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের একটি ছ-মিল থেকে ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, আক্কেলপুর উপজেলা ভিকনী গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে নয়ন প্রামানিক ও ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের মজনু মন্ডলের ছেলে সুমন মন্ডল।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, গত ৭ ডিসেম্বর গভীর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামের এক ব্যক্তির ছ-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল।

এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা দায়ের হলে ভিকনী থেকে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গতরাতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
বিআরইউ

Link copied!