Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শনে ডিআইজি আমিনুল

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

ডিসেম্বর ১২, ২০২৪, ০৫:১৩ পিএম


কুড়িগ্রামে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শনে ডিআইজি আমিনুল

কুড়িগ্রামে জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছে রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা,পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন রংপুর রেঞ্জ ডিআইজি।

দিনের শুরুতেই কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক পরিদর্শন প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।।

এরপর তিনি কুড়িগ্রাম জেলা রিজার্ভ অফিস সহ অস্ত্রাগার, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, বিভাগীয় ভাণ্ডার, ক্লোথিং স্টোর, মোটরযান শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন।

Displaying 1000064396.jpg

পরিদর্শনের সময় সাথে উপস্থিত ছিলেন— কুড়িগ্রামের  পুলিশ সুপার  মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মসুদ রানা, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান, সকল থানা/ইউনিট ইনচার্জ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

বিআরইউ

Link copied!