Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে ৪৭ লাখ টাকার ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা জব্দ

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৪, ০৩:৩২ পিএম


ফেনীতে ৪৭ লাখ টাকার ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা জব্দ

ফেনীতে চোরাচালান প্রতিরোধ ও মাদক বিরোধী অভিযানে ৪৭ লক্ষাধিক টাকার ভারতীয় হুইস্কি, ফেনসিডিল ও চশমা জব্দ করেছে বিজিবি।

শুক্রবার জেলার পরশুরাম উপজেলার মজুমদারহাট বিওপি এবং কেতরাংগা বিওপি সীমান্তবর্তী এলাকা থেকে এসব সামগ্রী অবৈধ মালামাল জব্দ করা হয়।

ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, জব্দকৃত ভারতীয় মাদক এবং চশমা যার আনুমানিক মূল্য ৪৭ লক্ষ ৭৪ হাজার ১০০ টাকা। যা স্থানীয় কাস্টমস এবং মাদকদ্রব্য নিয়ান্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে।

সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছ বলেও জানান তিনি।

ইএইচ

Link copied!