Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

মাগুরা প্রতিনিধি

মাগুরা প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৪, ০৪:০৩ পিএম


মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

মাগুরা জেলা বিএনপির ১১সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদিত দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক হয়েছেন, আলী আহম্মদ, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, আহসান হাবিব কিশোর, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম সুজা, অ্যাডভোকেট রোকনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায়চৌধুরী, শাহেদ হাসান টগর, পিকুল খান।

সদস্য সচিব হয়েছেন মনোয়ার হোসেন খান।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল করা হয়েছিল। এরপর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা বিভাগের অন্তর্গত জেলা ও মহানগরের সম্মেলন সফল করার লক্ষ্যে মাগুরা জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১০ ডিসেম্বর বিকালে মাগুরা ফাতেমা কমিউনিটি সেন্টার মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা বিএনপির আয়োজনে অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।

বক্তব্য দেন, খুলনা বিভাগীয় বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপি’র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রমুখ।

মতবিনিময় সভায় আমান উল্লাহ আমান আগামী তিন মাসের মধ্যে মাগুরা জেলার সকল উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডে বিএনপির কমিটি গঠন করার নির্দেশ দেন।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাগুরা জেলাবি এনপির ১১ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদিত দিয়েছে বিএনপি। কমিটি নিয়ে নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ইএইচ

Link copied!