বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৪, ০৪:১৬ পিএম
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৪, ০৪:১৬ পিএম
মৌলভীবাজারের বড়লেখায় আদিবাসী পল্লীতে জুমের ৩৫০টি পানগাছ কর্তন ও গাছের সুপারি নেওয়ার অভিযোগ পাওয়া গেছ্যি।
এতে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বড়লেখা থানায় অভিযোগ করেছেন বিওসি কেছরীগুল দক্ষিণ ৫নং পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ক্যানেডি সুরেশ।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুঞ্জির মন্ত্রী (হেডম্যান) ক্যানেডি সুমের জানান, তিনি থানায় একটি অভিযোগ করেছেন।
বড়লেখা থানার এএসআই দুলাল সরকার বলেন, ৫নং পান পুঞ্জিতে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
ইএইচ