নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৪, ০৫:১২ পিএম
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ডিসেম্বর ১৩, ২০২৪, ০৫:১২ পিএম
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য নাসের খান চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ও যুবকেরা যেটা করে দেখিয়েছে তা এ দেশের জন্য প্রশসংনীয় ও একটি উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু সেই সাথে আমাদের মাথায় একটা জিনিস বা কথা রাখতে হবে যে, সবকিছুতেই যদি প্রতিবাদ করি, হামলা করি, ভাঙচুর করি তাহলে আমাদের দেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বা আমাদের চারপাশের দেশগুলো আমাদেরকে বিশৃঙ্খল হিসেবে জানবে।
বলেছেন, কোন কিছুর প্রতিবাদ করা মানেই ভাঙচুর করা নয়, হামলা করা নয়। আমাদের প্রতিবাদের ভাষা পরিবর্তন করতে হবে।
বৃহস্পতিবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের আয়োজিত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সুধী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্ণিং বডির সভাপতি, প্রতিষ্ঠাতা সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য নাসের খান চৌধুরী এসব কথা বলেন।
তিনি নান্দাইল আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদিন খান তুহিনের বাসভবনে হামলা ও ভাঙচুরের নিন্দা জ্ঞাপন করে বলেন, কোন কিছু হলেই হামলা করা বা ভাঙচুর করার প্রবণতা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে গড়ে উঠেছে। একটা জিনিস ভাঙ্গা সহজ, কিন্তু তা গড়া কঠিন। আমাদের নান্দাইলেও কিন্তু নেতাকর্মীদের বাড়ি-ঘরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে। উনারা আওয়ামী লীগ করে বলেই হামলা করতে হবে তা নয়। এ ধরনের রাজনীতি বা মানসিকতা দূর করতে হবে। আসুন আমরা দায়িত্বশীলতার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে ও সুশৃঙ্খলতার মাধ্যমে প্রতিবাদ করতে হবে। এছাড়া আমাদের কোন নেতাকর্মী বা কেউ যেকোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমি সর্বাত্মক চেষ্টা করবো। পরিশেষে সকলের দোয়া ও সহযোগিতা জামনা করেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলমের সভাপতিত্বে ও প্রভাষক জিয়া উদ্দিন শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন- নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ আহমেদ, সহকারী অধ্যাপক আনিসুল হক ভূইয়া, অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, সাবেক অধ্যাপক মনিরুজ্জামান খান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মাসুম খান, উপজেলাবিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজের বিদ্যোৎসাহী সদস্য এনামুল হক সরকার, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন ফকির, সাবেক কোষাধ্যক্ষ আবুল কাসেম বিডিআর, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুল্লাহ ভুঁইয়া, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মাস্টার, খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতন, সাংবাদিক এনামুল হক বাবুল প্রমুখ।
এ সময় খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ