Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভূরুঙ্গামারীতে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ সচেতনতা বিষয়ক সেমিনার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৪, ০৫:৪৩ পিএম


ভূরুঙ্গামারীতে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ সচেতনতা বিষয়ক সেমিনার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্নায়ুচাপ নিয়ন্ত্রণ সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের মওলানা ভাসানী পল্লীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

রংপুর রোটারি ক্লাব ‘রোগ প্রতিরোধ ও চিকিৎসা মাস উদযাপন’ উপলক্ষ্যে এ সেমিনারের আয়োজন করে। এতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি নামক সংগঠনের দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন সেমিনারে স্নায়ু চাপ নিয়ন্ত্রণে রাখার দিকনির্দেশনামূলক বিভিন্ন পরামর্শ দেন।

মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি সংগঠনের সদস্যদের স্নায়ু চাপ মুক্ত রাখার লক্ষ্যে মিলন মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়।

এছাড়া মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি নামক সংগঠনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের উদ্বোধন করা হয়।

ইএইচ

Link copied!