Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটিতে প্রথমবার বর্ণাঢ্য আয়োজনে প্রাক শুভ বড়দিন উদযাপন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৪, ০৬:২০ পিএম


রাঙামাটিতে প্রথমবার বর্ণাঢ্য আয়োজনে প্রাক শুভ বড়দিন উদযাপন

আগামী ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্ম উৎসব তথা শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে রাঙামাটিতে প্রাক বড়দিন উদযাপন করা হয়েছে।

শুক্রবার সকালে রাঙামাটি খ্রিষ্টান আন্তঃমান্ডলিক বড়দিন উদযাপন পরিষদের উদ্যোগে শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

রাঙামাটি আনন্দ বিহার এলাকায় সেন্ট ট্রিজার কনভেন্ট থেকে আনন্দ র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক ঘুরে মাঝের বস্তি হয়ে শাহ উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পার্বত্য অঞ্চলের চারণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদ বড়দিনের আনন্দ র‌্যালির উদ্বোধন করেন।

বর্ণাঢ্য র‌্যালিটি রাঙামাটি, খাগড়াছড়ি, বিলাইছড়ি, কাপ্তাইয়েল খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ অংশ নেন।

পরে শাহ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপাসনা ও বাইবেল পাঠের মাধ্যমে অনুষ্ঠিত প্রাক বড়দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাঙামাটি খ্রিষ্টান আন্তঃমান্ডলিক বড়দিন উদযাপন পরিষদের আহ্বায়ক রেভা দীর্ব ধন চাকমা।

সিস্টার কাকলি রোজারিও ও সুপর্ণা বাড়ৈয়ের পরিচালনায় প্রাক বড়দিনের আলোচনা সভার ১ম পর্বে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের পরিচালক প্রবীর খিয়াং।

বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক খ্রিষ্টান সংঘের সভাপতি সাবেক জাতীয় ফুটবলার বিপ্লব মারমা, রাঙামাটি ক্যাথলিক চার্চের পাল পুরোহিত ফাদার মাইকেল রায়, চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের পাল পুরোহিত ডা. পাষ্টর স্টিফেন জে, মিত্র, ফাদার রেভা রোনান্ড দিলীপ সরকার, রাঙ্গামাটি খ্রিষ্টান আন্তঃমান্ডলীক বড়দিন উদযাপন পরিষদের আহ্বায়ক এবং রাঙামটি ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপ এবং বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন রাঙামটি শাখার সাধারণ সম্পাদক পাষ্টর জয় মনি চাকমা, চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালের কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা প্রমুখ।

ইএইচ

Link copied!