Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মির্জাপুরে হানাদার মুক্ত দিবসে মোমবাতি প্রজ্বলন

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৪, ০৭:১০ পিএম


মির্জাপুরে হানাদার মুক্ত দিবসে মোমবাতি প্রজ্বলন

টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় ১৩ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

৭১’র এদিনে সাঁড়াশি অভিযান চালিয়ে বীর মুক্তিযোদ্ধারা মির্জাপুর হানাদার মুক্ত করেন।

শুক্রবার সন্ধ্যায় উপজেলা চত্বরে ‘স্মৃতিসৌধ অর্জন’ এর সামনে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভাশিস কর্মকার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বাহার উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রাশেদ রিপন, বীর মুক্তিযোদ্ধাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন।

এ দিবসটিতে প্রতিবারের মতো এবারও প্রশাসন কর্তৃক এক ভিন্ন আয়োজন করেন।

ইএইচ

Link copied!