Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চৌগাছায় আলোচিত হত্যা মামলার প্রধান আসামি আটক

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৪, ০৮:২৭ পিএম


চৌগাছায় আলোচিত হত্যা মামলার প্রধান আসামি আটক

যশোরের চৌগাছায় আলোচিত গৃহবধূ রাবিয়া বেগম (৪০) হত্যা মামলার প্রধান আসামি তামিম হোসেনকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।

শুক্রবার দুপুরে চৌগাছা শহরের মাছ বাজার থেকে তাকে আটক করে পুলিশ।

এর আগে সকালের দিকে চৌগাছা বাজার জামে মসজিদ এলকায় তাকে বেপরোয়াভাবে ঘুরে বেড়াতে দেখা যায়।

এ সময় জনতা তাকে ধরে উত্তম মধ্যম দেন। জনতার হাত থেকে সে পালানোর চেষ্টা করে।

খবর পেয়ে পুলিশ তাকে মাছ বাজার থেকে আটক করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে থানায় নেয়া হয়।

চৌগাছা থানার ওসি পায়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি তামিম হোসেনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!