Amar Sangbad
ঢাকা শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪,

বাঞ্ছারামপুরে প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বাঞ্ছারামপুর প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৪, ১১:৩৫ পিএম


বাঞ্ছারামপুরে প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গ্রাম পর্যায়ে ফুটবল খেলার গতিশীলতা ফিরিয়ে আনতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আসাদনগর প্রিমিয়ার লীগ সিজন টু’র ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এ খেলার আয়োজন করে আসাদনগর এলাকার যুব সমাজ।

খেলায় অংশগ্রহণ গ্রহণ করেন সোহান পিয়াল ফুটবল একাদশ বনাম সাদ্দাম বাহিনী একাডেমি।

বিশিষ্ট সমাজসেবক জাহিদ হোসেন অপুর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মীর শাহীনুল ইসলাম শাহিন।

বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আসাদনগর প্রিমিয়ার লীগ সিজন টু এর আয়োজকদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। এ ধরনের খেলাধুলা গ্রাম পর্যায়ের ফুটবল খেলাকে গতিশীলতা বাড়ায়, পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়তে ভূমিকা পালন করে। আমি আশা করি এই খেলার ধারাবাহিকতা বজায় রেখে আসাদনগর গ্রামকে একটি শিক্ষাবান্ধব, খেলাধুলা ও অন্যান্য অঙ্গনে এগিয়ে রাখবে যুবসমাজ।

দুই দলের লড়াকু খেলোয়াড়দের শর্ট-পাল্টা শর্টে মাঠ মাতিয়ে রাখেন।

দর্শকরা উচ্ছ্বসিত হয়ে খেলা উপভোগ করেন মাঠে বসে। নির্ধারিত ৯০ মিনিটের প্রথমার্ধে ১-০ তে এগিয়ে যায় সোহান পিয়াল ফুটবল একাদশ।

খেলার ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয়ার্ধে আরও এক গোল দিয়ে ২-০ গোলের লিড নেয় সোহান পিয়াল ফুটবল একাদশ। দর্শকদের হাততালি ও উত্তেজনায় সাদ্দাম বাহিনী একাডেমিকে হারিয়ে বিজয় লাভ করে ফুটবল একাদশ।

খেলায় বিশেষ অতিথি ছিলেন, শাহ রাহাত আলী মহাবিদ্যালয়ের প্রভাষক জাহাঙ্গীর আলম, মো. ফটিক মিয়া আসাদনগর ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, মো. জুয়েল সরকার, মো. বিল্লাল হোসাইন, মো. শামিম, মীর আল-আমীন, জুড়ো মিয়া, মো. জাকারিয়া, মো. ছাদেক আহমেদ, টি এইচ অলি, সোলেমান মিয়া, মো. এইচ এম ইব্রাহীম, মো. জামাল মিয়া, মো. জয়নাল আহমেদ, মো. বাবুল মিয়া, বাবুল মিয়া প্রমুখ।

খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মীর আয়নূল, ফরহাদ, মীর রিয়াদ, মীর ফাহিম, মীর গাফফার, মাহাবুব, রাজিব, সুমন ও তিশান।

ইএইচ

Link copied!