বরিশাল ব্যুরো:
ডিসেম্বর ১৪, ২০২৪, ০১:০০ পিএম
বরিশাল ব্যুরো:
ডিসেম্বর ১৪, ২০২৪, ০১:০০ পিএম
বরিশালে বিনম্র শ্রদ্ধায় পালিত হচ্ছে শহিদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষ্যে সকাল ৯টা থেকে রাজনৈতিক সামাজিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নগরীর ত্রিশ গোডাউনের বন্ধ ভূমিতে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনের শহিদ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
আজ শনিবার সকাল দশটায় জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার সহ প্রশাসনের কর্তা ব্যক্তিরা বদ্ধভূমির স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে সকাল নয় টায় মহানগর বিএনপির নেতা কর্মীরা মৌন মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের শহিদ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এসময় বিএনপির নেতারা বলেন, পাকিস্তানি হানাদার সেনাবাহিনী আমাদের দেশকে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। আমরা এই দিবসের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
বিআরইউ