পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ডিসেম্বর ১৪, ২০২৪, ০১:০৭ পিএম
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ডিসেম্বর ১৪, ২০২৪, ০১:০৭ পিএম
জয়পুরহাটের পাঁচবিবিতে শহিদ বুদ্ধিজীবী দিবস-২৪ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদদের স্মরণে তাদের কবরে ফুলের বেদি প্রদান করা হয়।
শনিবার (১৪ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে শহিদদের কবর জিয়ারত তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুল হাসান উপজেলার রাধাবাড়ি রেলগেট, কোকতাড়া বকুলতলা ও শ্রীমন্তপুর আদিবাসী শহিদ মুক্তিযোদ্ধাদের কবরে ফুলের বেদি প্রদান সহ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ মো. কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজেশ রায়, মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জহুরুল আলম তরফদার রুকু ও মো. মজিবর রহমান সহ অনেকেই।
আজ ১৪ ডিসেম্বর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা হয়েছে শত্রুমুক্ত। দীর্ঘ ৯’মাস বাংলাকে স্বাধীন করতে ৭১’সালে শত্রুপক্ষের সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহিদ হয়েছে হাজারো স্বাধীনতাকামী বীর বাঙালি। এ যুদ্ধে বহু নারী হারিয়েছে তাদের সম্ভ্র। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে পাঁচবিবি ছাড়তে বাধ্য হয় শত্রুরা মুক্তিযোদ্ধা আবু মোত্তালেব পাঁচবিবি থানা চত্বরে ১৪ ডিসেম্বর/৭১ সালে প্রথম স্বাধীন বাংলার বিজয় পতাকা উড়ান।
বিআরইউ