Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

আ.লীগ নেতার বিরুদ্ধে বাড়িঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৪, ০৫:১২ পিএম


আ.লীগ নেতার বিরুদ্ধে বাড়িঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ মুমুরদিয়া গ্রামের নওমুসলিম দেলোয়ার হোসেন (দিলীপ) ও মো. শরীফের পৈতৃক বাড়ি ভিটা ও দোকানপাট জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী নেতা ফজলুর রহমান ও মো. গাজী মিয়ার বিরুদ্ধে।

এসব জবরদখল ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ইতিমধ্যে ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার মিলেনি বলে জানা যায়।

শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের লোকজন এসব জবরদখল ও শতবছরের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়াসহ দোকান দখলের অভিযোগ করেন।

এছাড়াও প্রতিনিয়ত তাদের বাড়িঘর ভেঙে অন্যত্র চলে যাওয়ার হুমকিও দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ ও প্রতিকারের দাবি জানান।

ভুক্তভোগী লোকজনের অভিযোগ ও দাবি তাদের পৈতৃক ভিটাবাড়ি রক্ষায় এবং জানমালের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে প্রশাসনিক কার্যকর ও আইনি প্রতিকারের দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে কটিয়াদী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইএইচ

Link copied!