Amar Sangbad
ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৪, ০৯:১৯ পিএম


কুড়িগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের সভা কক্ষে শনিবার দুপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় বক্তব্য দেন, কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, সিভিল সার্জন ডা. মঞ্জুর ই মোর্শেদ, বীরপ্রতীক আব্দুল হাইসহ বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ প্রমুখ।

বক্তারা দিবসটির প্রতিপাদ্য ও নিহত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বিশেষ আলোচনা করেন।

ইএইচ

Link copied!