Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামইরহাটে ন্যায্যমূল্যের মাংসের দোকান উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:১৬ এএম


ধামইরহাটে ন্যায্যমূল্যের মাংসের দোকান উদ্বোধন

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তাদের সুবিধার জন্য ৬০০ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে গরুর মাংসের দোকান উদ্বোধন করা হয়েছে।

রোববার সকাল ৮টায় উপজেলার হাটখোলা সাপ্তাহিক হাটে জেলা প্রশাসনের নির্দেশনা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।

বাজারের তুলনায় প্রতি কেজিতে ৯০ থেকে ১০০ টাকা কমে মাংস কিনতে পেরে খুশি হয়েছে সাধারণ নিম্ন আয়ের মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) ডা. আল মামুনুর রশীদ, লাইফস্টক ফিল্ড অ্যাসিস্টেন্ট মিনহাজুল ইসলাম, সাংবাদিক মালেক সরদার, অরিন্দম মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলা প্রশাসনের আয়োজনে গত ২ ডিসেম্বর থেকে উপজেলা চত্বরে ন্যায্যমূল্যের দোকানে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে ন্যায্য মূল্যের মাংসের দোকান উদ্বোধন করা হয়েছে। প্রতি সপ্তাহে হাটের দিনে ন্যায্য মূল্যের দোকান থেকে ১কেজি গরুর মাংস ৬০০ টাকায় কিনতে পাওয়া যাবে।

পাশাপাশি এখানে নিম্ন আয়ের মানুষ ৫শত গ্রাম গরুর মাংস ৩০০ টাকায় এবং ২৫০ গ্রাম মাংস ১৫০ টাকা মূল্যে ক্রয় করতে পারবেন বলে জানান তিনি।

ইএইচ

Link copied!