Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আখাউড়া প্রতিনিধি

আখাউড়া প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৪, ১১:২২ এএম


ব্রাহ্মণবাড়িয়ায় ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) ব্যাটালিয়ানের অভিযানে গত দুই দিনে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ পণ্য  জব্দ করা হয়েছে।

গত ১৩-১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

শনিবার সন্ধ্যায় বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার শালদানদী, শশীদল, মঈনপুর, ঘাগুটিয়া, আখাউড়া বিওপি এলাকার অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের তালিকায় আমূল বাটার ১১৫ পিস, ফুচকা ১০ প্যাকেট, বাজি ২৭০৮৩ পিস, বডি লোশন ১৩৬ পিস, চাউল ১৪০৭ কেজি, চিনি ৪৭১৫ কেজি, গরু ০৯ টি, শাড়ি ১০২ পিস, শাল চাদর ৭ পিস, ডেইরী মিল্ক চকলেট ২,৯৬৮ পিস, ইয়াবা ট্যাবলেট ২,০০০ পিস, জিনসিন ৭৯২ বোতল, হুইস্কি ৯২ বোতল, বিয়ার ৫ বোতল ও গাঁজা ৫ কেজি রয়েছে।

জব্দকৃত এসব পণ্যের বাজার মূল্য ৬৪ লক্ষ ৪৯ হাজার ৭৮০ টাকা।

তিনি আরও জানান, ভারতীয় চোরাচালানি বেশিরভাগ মালামাল আখাউড়া ও কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। মাদকদ্রব্যসমূহ ধ্বংস করার প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!