Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৪, ১২:২৩ পিএম


গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) প্রাণ হারিয়েছেন।

রোববার আনুমানিক সকাল ১০টা ১৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কে দ্রুতগতির একটি সৌহার্দ্য পরিবহণ বাসের ধাক্কায় যুবকটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন।

আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। তবে এখনও নিহত যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি টার্মিনালে রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি আটক করার চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!