ঝিনাইদহ প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৪, ০২:৪০ পিএম
ঝিনাইদহ প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৪, ০২:৪০ পিএম
নারীদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে পরিবারের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ঝিনাইদহে হতদরিদ্র পরিবারদের মাঝে বিনামূল্যে গাভি গরুর বাছুর বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইদহের যৌথ অগ্রসর সৃজক সংস্থা (জাগো)।
জাগো’র নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান এনডিসি।
এ সময় উপস্থিত ছিলেন- হরিশংকরপুর ইউনিয়নের সদস্য আব্দুল বারী, সংরক্ষিত নারী আসনের সদস্য সালমা খাতুন, জাগোর নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক এস এম নাজির আরেফিনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রামের ৫ জন নারীর মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়।
এর আগে গাভি পালনের উপর ওই নারীদের ১ দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন সদর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হাসান মুসা।
ইএইচ