শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:১৯ পিএম
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:১৯ পিএম
বগুড়ার শাজাহানপুরে স্কুল পড়ুয়া শাকিব হত্যা মামলার ১নং আসামি খরনা ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে মামলার বাদী ও সাক্ষীদেরকে মামলা প্রত্যাহারসহ ভয়ভীতি দেখানোর প্রতিবাদে এবং তার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য।
রোববার বেলা সাড়ে ১১টায় খরনা ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ডে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।
মামলার বাদী নিহত শাকিবের মা আছমা খাতুন বলেন, আমার ছেলেকে হত্যার ২ বছর পেরিয়ে গেলেও আজও মামলার ১নং আসামি জিয়াকে গ্রেপ্তার করা হয়নি। উল্টো সে আমাকে ও আমার মামলার সাক্ষীদেরকে মামলা প্রত্যাহার করার জন্য হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এমতাবস্থায় আমি নিরুপায় হয়ে ন্যায় বিচারের আশা নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মানববন্ধনে আসামিদের ফাঁসির দাবি জানাই।
ইএইচ