Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চৌগাছায় শিক্ষাবিদ আব্দুল গফুরের দাফন সম্পন্ন

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৪, ০৪:২২ পিএম


চৌগাছায় শিক্ষাবিদ আব্দুল গফুরের দাফন সম্পন্ন

যশোরের চৌগাছায় সর্বজন শ্রদ্ধেয় মাওলানা আব্দুল গফুরের (৮০) জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার সকালে চৌগাছা কামিল মাদরাসা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরে উপজেলার বাদেখানপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শনিবার দুপুরে তিনি পৌর শহরের বিশ্বাস পাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

প্রখ্যাত এ আলেমের জানাজার নামাজের আগে বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলার নায়েবী আমির যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক আরশাদুল আলম,  সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দীকি, চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবী আমির মাওলানা নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন খান, অধ্যক্ষ আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. আলা উদ্দীন, ডা. আব্দুর রাজ্জাক, সাবেক চৌগাছা পৌর প্যানেল মেয়র ও উপজেলা জামায়াতের সহকারী-সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি ডা. জিল্লুর রহমান, পাশাপোল ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহ আলম ও পরিবারের পক্ষ থেকে মরহুম মাওলানা আব্দুল গফুরের বড় ছেলে ফারুক হোসেন প্রমুখ।

তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর চৌগাছা থানার বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি কর্মময় জীবনে বহু মসজিদ, মাদরাসা, ঈদগাহ ও সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

ইএইচ

Link copied!