Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

নাজমুল হাসান অভি

শেখ হাসিনার জন্য স্মৃতিসৌধে আসতে পারিনি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:৩৬ পিএম


শেখ হাসিনার জন্য স্মৃতিসৌধে আসতে পারিনি

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, শেখ হাসিনার জন্য আমরা স্মৃতিসৌধে আসতে পারিনি। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা দিয়ে ঘরছাড়া করেছিল। যার জন্য সাময়িকভাবে স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারিনি।

সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

এ সময় তার সাথে স্বেচ্ছাসেবক দলের প্রায় ৮ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নাজমুল হাসান অভি আওয়ামী সরকারের দুঃশাসনামলের ভয়াবহ চিত্র তুলে ধরেন। বিগত দিনে বিজয়ের মাসে শহীদদের শ্রদ্ধা জানাতেও বাধা দিয়েছেন বলে জানান তিনি।

নাজমুল হাসান অভি বলেন, বিজয় দিবসের এই দিনে আমরা স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের। সেই সাথে জুলাইয়ের ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের শহীদদের গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও সেই স্বাধীনতা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কাছে বন্দী ছিল। সেই বন্দিদশা থেকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আমাদের স্বাধীনতা মুক্তি পেয়েছে। সেই সাথে ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী ফ্যাসিস্টমুক্ত দেশে জনগণ প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করছে।

ইএইচ

Link copied!