নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:৩১ পিএম
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৬, ২০২৪, ১১:৩১ পিএম
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের আট নেতাকর্মী আটক হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে তাদের আটকের পর আশুলিয়া থানায় নেওয়া হয়েছে।
আটকরা হলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, তার মেয়ে মহিমা রহমান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মিল্টন সূত্রধর, টাঙ্গাইলের নাগরপুরের তাইজুল ইসলাম, রংপুরের সাইফুল ইসলাম ওরেফে সিহাব, নওগাঁর সেলিম হোসেন, গোপালগঞ্জের মো. রানা এবং ঢাকার দোহারের সালাউদ্দিন।
আটক সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নাশকতার উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মৃতিসৌধ চত্বরে জড়ো হয়েছিলেন। সেখান থেকে আটজনকে আটক করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
ইএইচ