Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

পাটগ্রামে ভুয়া তথ্যে ‘হয়রানি’, যুবদল নেতার সংবাদ সম্মেলন

পাটগ্রাম( লালমনিরহাট) প্রতিনিধি:

পাটগ্রাম( লালমনিরহাট) প্রতিনিধি:

ডিসেম্বর ১৭, ২০২৪, ০১:৩৩ পিএম


পাটগ্রামে ভুয়া তথ্যে ‘হয়রানি’, যুবদল নেতার সংবাদ সম্মেলন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৮ নং বুড়িমারী ইউনিয়ন যুবদল সভাপতির নামে বানোয়াট, ভুয়া তথ্যে অভিযোগ দিয়ে হয়রানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে  বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদ  আহমেদ ।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় বুড়িমারী বাস কল সংলগ্ন তার নিজ অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি রাশেদ আহমেদ।লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৫ই ডিসেম্বর আমার বিরুদ্ধে মিথ্যা কয়েকটি অভিযোগ এনে অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশ করেছে।

লিখিত বক্তব্য তিনি আরো বলেন, জমি দখল সংক্রান্ত বিষয়ে যে দুটি অভিযোগে যাদেরকে বাদী সাজানো হয়েছে তারা এরকম কোন অভিযোগ দেয়নি বলেও জানান তিনি। স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ডে নেতার কাছে চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন এটিও একটি মিথ্যে অভিযোগ।

রাশেদ আহমেদ বলেন, কি কারণে আমার নামে এসব ভুয়া অভিযোগ আমি জানি না। যাহা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট। এসব ভুয়া অভিযোগ দিয়ে আমাকে হয়রানি ও ষড়যন্ত্র মাত্র।
সংবাদ সম্মেলনে উপস্থিত ওই স্বেচ্ছাসেবক দলের নেতা ফরিদুল ইসলাম বলেন, রাশেদ আহমেদ তার কাছে কোন চাঁদা দাবি করেননি।

বিআরইউ

Link copied!