Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৩:৩৭ পিএম


বাগাতিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলি

নাটোরের বাগাতিপাড়ায় আব্দুর রশিদ চৌধুরি নামে এক বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

সোমবার গভীর রাতে উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরির বাড়িতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

রশিদ চৌধুরি উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

বিএনপি নেতা রশিদ চৌধুরি জানান, সোমবার দিবাগত রাত ১টার দিকে তার পরিবারের ৪ জন সদস্য সবাই গভীর ঘুমে ছিলেন। হঠাৎ গুলির শব্দে ঘুম ভেঙে যায়। গুলির শব্দ শুনে তারা বাড়ির ভেতরে ছুটাছুটি শুরু করেন। কিছুক্ষণ পর গুলি থেমে যায় এবং দুর্বৃত্তরা পালিয়ে যায়।

জয়ন্তিপুর বাজারের নাইট গার্ডের বরাত দিয়ে রশিদ চৌধুরি আরও জানান, দুটি মোটরসাইকেলযোগে মোট ৬ জন দুর্বৃত্ত তার বাড়িতে গুলি চালিয়ে মালঞ্চি বাজারের দিকে চলে যায়। পরে থানা পুলিশকে জানালে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে দুটি পিস্তলের তাজা গুলি ও ৭টি খালি খোসা উদ্ধার করেন। এ ঘটনায় ওই নেতার বাড়ির থাই গ্লাস ও ঘরের দেওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাঁকা হয়েছে। বিএনপি নেতা রশিদের ধারণা আতঙ্ক ছড়ানোর জন্য তার বসত ঘরের কাঁচের জানালায় গুলি চালানো হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত সুষ্ঠু তদন্তের সাপেক্ষে তাদেরকে বের করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতাও কামনা করেন তিনি।

বাগাতিপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনসার আলী বলেন, রাতেই ঘটনার খবর জানতে পেয়েছেন। ভোররাতে ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আলামত সংগ্রহ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে এই ঘটনায় প্রতিবাদে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

ইএইচ

Link copied!