Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

আদালতে স্বীকারোক্তি

কটিয়াদীতে নারীকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ৯

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:৩০ পিএম


কটিয়াদীতে নারীকে কুপিয়ে হত্যা: গ্রেপ্তার ৯

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যার পর মরদেহ মাছুয়া বিলে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় নিহতের বড়ভাই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করে।

এদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহত ওই নারী কটিয়াদী উপজেলার ধুলদিয়া সহস্রাম ইউনিয়নের বাগপাড়া গ্রামের বাসিন্দা। গত ৯ ডিসেম্বর রাতে তাকে হত্যা করা হয়।

১১ ডিসেম্বর সকালে মাছুয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ওই নারী তার বৃদ্ধা মা ও ছেলেকে নিয়ে আলাদা বাড়িতে থাকতেন। ঘটনার দুই সপ্তাহ আগে তার ছেলে বাবার বাড়িতে চলে যান। ৯ ডিসেম্বর বিকালে তার মা অন্য মেয়ের বাড়িতে বেড়াতে যান। পরদিন বিকালে ফিরে এসে দেখেন, ঘর তালাবদ্ধ এবং জানালার টিন খোলা। পরে স্থানীয়রা লাশ মাছুয়া বিলে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

মামলার ভিত্তিতে পুলিশ বাগপাড়া ও আশপাশের গ্রাম থেকে ৯ জনকে গ্রেপ্তার করে।

এদের মধ্যে রহমত উল্লাহ নামে এক আসামি গতকাল (১৬ ডিসেম্বর) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল আমিন হোসাইন বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল, নিহতের কানের দুল এবং দুল বিক্রির সিসি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

বর্তমানে গ্রেপ্তারকৃত ৯ জনকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ইএইচ

Link copied!