Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফরিদগঞ্জে শীতবস্ত্র পেল প্রজ্জ্বলন’র শিশুরা

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:

ফরিদগঞ্জ(চাঁদপুর) প্রতিনিধি:

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:৩১ পিএম


ফরিদগঞ্জে শীতবস্ত্র পেল প্রজ্জ্বলন’র শিশুরা

চাঁদপুরের ফরিদগঞ্জের সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন প্রজ্জ্বলন‍‍`র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) দুপুরে মকবুল স্মৃতি সংসদের আয়োজনে ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রজ্জ্বলন‍‍`র সাধারণ সম্পাদক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল স্মৃতি সংসদের সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। তিনি বলেন, এখানে আমার সন্তানও থাকতে পারতো। আমি এদের শিক্ষা, চিকিৎসা, ভ্রমণসহ যাবতীয় প্রয়োজনে পাশে থাকবো। আমি চাই এই শিশুরা সুশিক্ষিত হোক। পদমর্যাদার অধিকারী হোক। ফরিদগঞ্জের প্রতি স্বাভাবিকভাবেই আমার দায়বদ্ধতা কাজ করে। আমি আমার দেশি-বিদেশি বন্ধুদের কাছে প্রজ্জ্বলনকে তুলে ধরবো।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বিআরইউ

Link copied!