Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:০১ পিএম


বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল কুড়িগ্রাম জেলা পুলিশ

কুড়িগ্রাম জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টায় পুলিশ লাইন্স কুড়িগ্রামের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম স্বশস্ত্র প্রতিরোধকারী কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর  মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মো. রুহুল আমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ করে নেন।

এ সময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যসহ ৭৫ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।

ইএইচ

Link copied!