দিনাজপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:৩২ পিএম
দিনাজপুর প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:৩২ পিএম
দিনাজপুরের আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসায় বর্ণিলভাবে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির মধ্যেছিল- ফ্রি ব্লাডগ্রুপিং, স্বাস্থ্য পরীক্ষা ও আই (চক্ষু) ক্যাম্প। সকল মাদরাসা ও স্কুলের প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এ কর্মসূচিতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সোমবার সকালে মাদরাসার জাবালে রহমত শিশু মঞ্চে কর্মসূচির উদ্বোধন করেন মাদরাসার পরিচালক কামরুল হাসান রাসেল।
মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক সাদাকাত আলী খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচি পরিদর্শন করেন দিনাজপুর স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আফসার আল মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভাইস প্রিন্সিপাল শামীম হোসেন, এডমিন ইনচার্জ মো. কামারুজ্জামান, সমন্বয়ক মো. মাহ্ফুজুর রহমান, হিসাব ইনচার্জ আব্দুর রাকিব, আরবি বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মো. আরিফুল ইসলাম, ইংরেজি বিভাগীয় প্রধান মিনারা পারভীন, পরিবহণ বিভাগীয় প্রধান মশিউর রহমান জুয়েল প্রমুখ।
আলিফ ইন্টারন্যাশনাল মাদরাসা আয়োজিত ফ্রি চক্ষু ক্যাম্প পরিচালনা করেন বিশিষ্ট চক্ষ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মো. আনসার আলী।
দিনাজপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের সহযোগিতায় ফ্রি ব্লাডগ্রুপিং ও স্বাস্থ্য পরীক্ষা করেন, মেডিকেল অফিসার ডা. জবায়তুন নাহার আইরিন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আফরিনা বৃষ্টি, হাসপাতালের মার্কেটিং অফিসার মু. হাদিউজ্জামান ও মোস্তাহিদা মারুফি।
ইএইচ