ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:৪৮ পিএম
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:৪৮ পিএম
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার দক্ষিণ মেন্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদের (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার জামিউল উলুম আবাসিক দ্বিনি মাদরাসা ও এতিমখানা মাঠে প্রথম জানাজা ও পরে বোয়াইলমারী দিগর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বোয়াইলমারী দিগর কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সামাদ বার্ধক্যজনিত কারণে গত সোমবার রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
ইএইচ