Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে শিক্ষার্থী শিহান হত্যা: গ্রেপ্তার ৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৬:৫৯ পিএম


কালিয়াকৈরে শিক্ষার্থী শিহান হত্যা: গ্রেপ্তার ৬

গাজীপুরের কালিয়াকৈরে শিহান (২৬) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনায় মোবাইল ফোনের সূত্র ধরে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, প্রথমে নিহত শিহানের চুরি হওয়া মোবাইল ফোন একটি কারবারি আনোয়ার হোসেনের কাছ থেকে উদ্ধার করা হয়। আনোয়ারের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় অন্য অভিযুক্তদের শনাক্ত করা হয়।

সোমবার রাতে সালনা, কোনাবাড়ি, বাসন এবং টঙ্গীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার ভোরে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হানিফ স্পিনিং মিলের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অফিসে যাওয়ার পথে শিহান ছিনতাইকারীদের হামলার শিকার হন। এ ঘটনায় শিহানের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।

নিহত শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার বাসিন্দা নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরায় একটি কল সেন্টারে চাকরি করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, সরওয়ার হোসেন (২৮), নাজিম উদ্দিন (৩৫), ফুল ইসলাম (৪২), জুয়েল (২৪), মিলন (২৭), আনোয়ার হোসেন (৩৫), ভোলার চরফ্যাশনের সুলতান বয়াতির ছেলে ও চায়ের দোকানদার।

ইএইচ

Link copied!