Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বোয়ালমারীতে যুবলীগ কর্মী গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৭:২৬ পিএম


বোয়ালমারীতে যুবলীগ কর্মী গ্রেপ্তার

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গণকবরে ফুলের মালা দেওয়ায় মুরসালিন মোল্যা (২২) নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ।

সোমবার রাত ২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুরসালিন বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের দাউদ মোল্যার ছেলে।

মঙ্গলবার দুপুরে তাকে ফরিদপুর কোতয়ালি থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে যে কোন মামলায় আদালতে চালান করা হবে বলে জানা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিববর রহমান জানান, মঙ্গলবার তাকে ফরিদপুর কোতয়ালি থানায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাকে নির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।

ইএইচ

Link copied!