Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৮:৪৮ পিএম


নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রিতম সরকার নামের মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃ্ত্যু হয়েছে।

এ ঘটনায় সৌরভ সরকার নামে অপর এক গ্রাম পুলিশ আহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ফুটারমাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিতম সরকার উপজেলার ১৩নং পানিউমদা ইউনিয়নের শংকরপুর গ্রামের ভুবন সরকারের ছেলে এবং রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

আহত সৌরভ সরকার একই এলাকার নিতাই সরকারের ছেলে এবং পানিউমদা ইউনিয়নের গ্রাম পুলিশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন পিপিএম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।

ইএইচ

Link copied!