Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

কুমিল্লায় মহান বিজয় দিবস পালন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৮:৫৫ পিএম


কুমিল্লায় মহান বিজয় দিবস পালন

কুমিল্লায় নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।

সোমবার দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিভিন্ন অনুষ্ঠান শুরু করা হয়।

এরপর কুমিল্লা টাউন হল মাঠের শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকেও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।

এরপর কুমিল্লা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের উপস্থিতি শহীদের জানানো হয় সশস্ত্র সালাম।

শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার, জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো. খাইরুল আলম, জেলা সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক (উপপরিচালক, স্থানীয় সরকার) এস.এম.গোলাম কিবরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, সদস্য সচিব হাজী জসিম উদ্দিন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধানরা।

ইএইচ

Link copied!