গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৪, ০৯:০৫ পিএম
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২৪, ০৯:০৫ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের নবুওছিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর (৩৫) নামে এক রাজমিস্ত্রী।
এ ঘটনায় ভ্যানে থাকা আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে দ্রুতগতির একটি অজ্ঞাত বাস শ্রমিকবাহী ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
তিনি রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সমেশপুর এলাকার সোনামদ্দিন মোল্লার ছেলে। তার দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে বলে জানান ছোট ভাই জিয়ারুল মোল্লা।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি দ্রুত পালিয়ে যায়। তবে চালক ও সহকারীকে আটকের চেষ্টা চলছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, মহাসড়কে দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা অবিলম্বে মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান। নিহতের পরিবার এবং এলাকাবাসী দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী।
ইএইচ