Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

টঙ্গীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৮, ২০২৪, ১০:৫৩ এএম


টঙ্গীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলীগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। এ ঘটনায় টঙ্গীতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজসহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এসময় মাঠের ভেতর থেকে জুবায়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। তাদের এমন জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।

এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন অপর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বলে জানা গেছে।

সংঘর্ষে নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দুর বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণ খানের বেড়াইদ এলাকার আ.সামাদের ছেলে বেলাল (৬০) ও বগুড়া জেলার তাইজুল ইসলাম (৬৫)।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকন্দার হাবিব বলেন, এখন পর্যন্ত আমরা দুই জন নিহতের তথ্য পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসন কাজ করছে।

বিআরইউ

Link copied!