সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:৫২ এএম
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি:
ডিসেম্বর ১৮, ২০২৪, ১১:৫২ এএম
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়ন জাতীয়তাবাদী দল- বিএনপির ৫ নেতার পদ স্থগিত করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী ও সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ স্বাক্ষরিত এক পত্রে তাদের পদ স্থগিত করা হয়।
দলীয় সূত্র জানা গেছে, ২২ নভেম্বর গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল সহ জেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে ভরতখালী ইউনিয়ন বিএনপি`র কর্মীসভা ভন্ডুল করার উদ্দেশ্যে বহিরাগত লোকজন নিয়ে ঝটিকা মিছিল ও নেতাকর্মীদের উপর হামলা, কিছুদিন পূর্বে ইউনিয়ন বিএনপি`র সদস্য সচিব মজিদুল ইসলাম টিক্কার উপর হামলা, অকথ্য ভাষায় গালিগালাজ সহ সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভরতখালী ইউনিয়ন বিএনপি`র যুগ্ম আহ্বায়ক শাহিনুর আলম শাহীন, যুগ্ম আহ্বায়ক শ্রী জীবন চন্দ্র, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য আব্দুল মালেক ও সদস্য রায়হান কবির শিপনের দলীয় পদ স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ ব্যাপারে কথা হলে ভরতখালী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক শওকত মির্জা রুস্তম জানান, দীর্ঘদিন থেকেই তারা দলীয় কোন শৃঙ্খলার তোয়াক্কা করে না। নিজ ইচ্ছা মতো বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থেকে নানাভাবে শৃঙ্খলা ভঙ্গ করে আসছে। বিজয় দিবস উপলক্ষ্যে কার্ড দিয়ে ব্যবসায়ীদের বিব্রত করেছেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ জানান, দলের গঠনতন্ত্র মোতাবেক জেলা বিএনপির নির্দেশনায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের পদ স্থগিত করা হয়েছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী জানান, বিএনপি একটি সুশৃঙ্খল দল। এর ব্যত্যয় ঘটার কারণেই তাদের পদ স্থগিত করা হয়েছে।
বিআরইউ