Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

পাকুন্দিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:১৮ পিএম


পাকুন্দিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় পালিত হলো জাঁকজমকপূর্ণভাবে আন্তর্জাতিক অভিবাসী দিবস। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, ‘প্রবাসী অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এ প্রতিপাদ্যে বিষয়কে  নিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ দিবস পালিত হয়।

প্রতিবছরের ন্যায় কিশোরগঞ্জে পাকুন্দিয়া এ দিবসটি  জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। দিবসের শুরুতেই ছিল বর্ণাঢ্য র‍্যালি, র‌্যালিটির শেষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন সভাপতিত্বে, একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ,পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি  মামুন সরকার, সমাজ সেবা কর্মকর্তা মো. শাহজাহান, প্রবাসী মো. সবুজ মিয়া প্রমুখ।

বিআরইউ

Link copied!