ভোলা প্রতিনিধি:
ডিসেম্বর ১৮, ২০২৪, ০৩:১৭ পিএম
ভোলা প্রতিনিধি:
ডিসেম্বর ১৮, ২০২৪, ০৩:১৭ পিএম
ভোলা’র সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ আলমগীর মাতব্বর (৬০) এবং তার ছেলে রিয়াদ মাতাব্বরকে (৩৮) নামক ২ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন।
বুধবার ১৮ডিসেম্বর বেলা ১১ টায় বিসিজি বেইস ভোলায় লেঃ কমান্ডার বিএন মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি তে জানানো হয়, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধীন গঙ্গাপুর চরের স্থানীয় বাসিন্দাদের উপর দীর্ঘদিন যাবত একটি কুখ্যাত ডাকাতদল দুর্ধর্ষ সন্ত্রাসী ইউনুস এর নেতৃত্বে অস্ত্র দেখিয়ে জমিদখল, চাঁদাবাজি, অসহায় জেলেদের মাছ ও টাকা লুট, অত্যাচার এবং ভয়ভীতি প্রদর্শনসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিল মর্মে জানা যায়।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ ডিসেম্বর ২০২৪ (বুধবার) রাত ১:৩০ মিনিট থেকে ভোর ৫ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীন বিসিজি বেইস ভোলা কর্তৃক জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৫ টি দেশীয় অস্ত্র (০৫ টি রামদা) সহ দুর্ধর্ষ সন্ত্রাসী আলমগীর মাতব্বর ও তার ছেলে রিয়াদ মাতাব্বরকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয় এবং বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিআরইউ