Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

পূর্বাচল লেক থেকে সুজানার পর এবার বন্ধু কাব্যের লাশ উদ্ধার

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি:

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি:

ডিসেম্বর ১৮, ২০২৪, ০৪:৩২ পিএম


পূর্বাচল লেক থেকে সুজানার পর এবার বন্ধু কাব্যের লাশ উদ্ধার

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের ২ নম্বর সেক্টর লেক থেকে  কিশোরীর সুজানার লাশ উদ্ধারের একদিন পর তার সঙ্গে থাকা শাহিনুর রহমান কাব্য (১৬) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বুধবার সকালে পূর্বাচল লেক সেতুর নীচ থেকে একটি মোটরসাইকেলসহ তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।এ সময় উপস্থিত ছিলেন কাব্যের পরিবারের সদস্যরা।

এ বিষয়ে স্থানীয়রা বলছেন ঘটনাটি খুবই দুঃখজনক,বন্ধু কে সাথে নিয়ে ঘুরতে এসে বেপরোয়া গতির কারণে এমনটা হতে পারে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক এলাকার ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে পুলিশ সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধার করে তার স্বজনদের কাছ থেকে জানতে পারি সুজানার সঙ্গে কাব্য নামে আরেক কিশোর নিখোঁজ রয়েছে।আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তায় পুলিশ লেকের পানির নীচ থেকে মোটরসাইকেলসহ শাহিন রশিদ কাব্যের লাশ উদ্ধার করে।

তিনি জানান,গতকাল উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্তের জন্য বিভিন্ন যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এদিকে লাশ উদ্ধারের সংবাদ পেয়ে মিরপুর থেকে সুজানার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করেন।

বিআরইউ

Link copied!