Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

বরিশালে সড়কে ট্রাকচাপায় নিহত ১

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

ডিসেম্বর ১৮, ২০২৪, ০৬:২৩ পিএম


বরিশালে সড়কে ট্রাকচাপায় নিহত ১

বরিশাল নগরের নথুলল্লাবাদ এলাকায় ট্রাকের চাকার নিচে পড়ে এক মায়ের মৃত্যু হলেও তার ১৩ মাস বয়সী শিশু কন্যা অলৌকিকভাবে বেঁচে গেছে।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের বিপরীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাসুমা খাতুন (২৮) বরিশাল নগরের ৩০ নম্বর ওয়ার্ড কলসগ্রামের বাসিন্দা মো. মিজানুর রহমানের স্ত্রী।

নিহতের স্বজন আদনান অলি জানান, মাসুমা খাতুন তার স্বামী মিজানের সাথে মোটরসাইকেলে দুই সন্তানকে নিয়ে নগরের টেক্সটাইল এলাকায় বাবার বাড়ি যাচ্ছিলেন। নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে একটি রিকশার সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় পেছন থেকে বেপরোয়া গতির একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মাসুমা ও তার কোলের শিশুকন্যা রাস্তায় পড়ে যায়। ট্রাকের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে মাসুমার ঘটনাস্থলেই মৃত্যু হয়, তবে শিশুটি অক্ষত থাকে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার জানান, ঘটনার পর দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা ট্রাক ও চালক সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিআরইউ

Link copied!