হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৪, ০৮:৩৬ পিএম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ডিসেম্বর ১৮, ২০২৪, ০৮:৩৬ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে বেপরোয়া গতির বাইকের ধাক্কায় মোহাম্মদ খায়রুল বশর (৮৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সৈয়দ কোম্পানির ঘাটা এলাকায় রামগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুল বশর পার্শ্ববর্তী উপজেলা ফটিকছড়ির খিরাম ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ফরহাদাবাদের ৮নং ওয়ার্ডের সৈয়দ কোম্পানির ঘাটা এলাকার মগবুল আহমদ মাস্টার বাড়ির মামুনের বাড়িতে খায়রুল বশর তার ছেলে প্রবাসী নূরুল আলমের শ্বশুরবাড়িতে নাতিনাতনিকে দেখতে এসেছিল সকালে। পরে বাড়ির পশ্চিম পাশের হিম্মত মুহুরির মসজিদ থেকে নামাজ আদায় করে ফেরার পথে সড়ক পারাপার হওয়ার সময় হাটহাজারী মুখী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল (আর ওয়ান ফাইভ) এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে খায়রুল বশরের মৃত্যু হয়। এসময় ছিটকে পড়ে বাইকের চালকসহ বাইকটি।
পরে স্থানীয়রা বাইকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে নাজিরহাট হাইওয়ে থানার পুলিশের টিএসআই আসাদ জানান এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।
আরএস