Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সিআইপি হলেন হাটহাজারীর দুবাই প্রবাসী মোহাম্মদ রুবেল

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

ডিসেম্বর ১৮, ২০২৪, ০৯:৫৩ পিএম


সিআইপি হলেন হাটহাজারীর দুবাই প্রবাসী মোহাম্মদ রুবেল

কমার্শিয়াল ইম্পরট্যান্ট পারসন (সিআইপি) নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজী হাছি কোম্পানির ছেলে প্রবাসী মোহাম্মদ রুবেল। দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিদেশি মুদ্রা অর্জনে বিশেষ অবদান রাখায় তাদের সিআইপি নির্বাচিত করে তালিকা প্রকাশ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এতে ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরের সিআইপি হিসেবে মোহাম্মদ রুবেলকে নির্বাচিত করা হয়েছে। বুধবার রাতে তার পিত্রালয় উপস্থিত হয়ে এসব তথ্য প্রকাশ করা হয়। তিনি জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়- বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ‘অভিবাসী বাংলাদেশি’ ক্যাটাগরিতে সিআইপি হিসেবে নির্বাচিত হন ৭৭ রিয়েল স্টেট গ্রুপের চেয়ারম্যান দুবাই প্রবাসী মোহাম্মদ রুবেল। 

প্রবাসী মোহাম্মদ রুবেল বলেন, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ও বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার আমাকে সিআইপি হিসেবে নির্বাচিত করে গেজেট প্রকাশ করেছে। সরকারি গেজেটভুক্ত ব্যক্তি হিসেবে সম্মাননা যে কারো কাছে মর্যাদাকর প্রাপ্তি। এ প্রাপ্তিতে আমার পাশে থাকার জন্য পরিবার, শুভানুধ্যায়ী ও বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি দেশের স্বার্থে সব সময় কাজ করে যাচ্ছি। যতদিন বেঁচে আছি ততদিন সমাজের গরিব-দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে কাজ করে যাব ইনশাআল্লাহ।

আরএস
 

Link copied!