আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ডিসেম্বর ১৯, ২০২৪, ১১:৩০ এএম
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ডিসেম্বর ১৯, ২০২৪, ১১:৩০ এএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে মো. দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকার ঈদগাহ সংলগ্ন স্থানে কৃষি জমিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধরখার ইউনিয়নের বনগজ এলাকার ঈদগাহ সংলগ্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উঠানো হচ্ছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকর্ষিক অভিযান চালিয়ে সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের দেলোয়ার হোসেনকে এক লাখ টাকা জরিমানা করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি জানান, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের কারণে ফসলী জমি হুমকির মুখে পড়েছে। জনস্বার্থে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিআরইউ